অমর ডি কস্তা, বর্তমানকন্ঠ ডটকম, নাটোর : নাটোরে নিষেধাজ্ঞা অমান্য করে জনসমাগম করার দায়ে সেলুন কর্মী (নরসুন্দর) ও ভোক্তাকে অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার দুপুরে শহরের বড়হরিশপুর এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিনা শিমু জানান, গোপন সংবাদের ভিত্তিতে বড়হরিশপুর এলাকার একটি সেলুনে অভিযান চালানো হয়। এসময় নরসুন্দর মিলন, নয়ন এবং ভোক্তা আবির, শাকিল ও নাসিমুল ইসলাম ভ্রাম্যমান আদালতের সামনে হাজির করা হয়। তখন তারা দোকানের মূল দরজা বন্ধ রেখে নিষেধাজ্ঞা অমান্য করে জনসমাগম করার দায় স্বীকার করে। পরে তাদের প্রত্যেককে পাঁচশ টাকা করে অর্থদন্ড দিয়ে ভবিষৎতে এমন কাজ করবেনা বলে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।