নিউজ ডেস্ক,বুধবার,৩১ অক্টোবর ২০১৮:
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা বৃদ্ধির প্রতিবাদ এবং তার মুক্তির দাবিতে নাটোরে মানববন্ধন করেছে বিএনপি।
বুধবার (৩১ অক্টোবর) সকালে জেলা বিএনপির আয়োজনে শহরের উপশহর এলাকায় মানববন্ধন করে বিএনপির নেতাকর্মীরা। মানববন্ধন কিছুক্ষণ স্থায়ী থাকলেও পুলিশি বাধায় পরে তা পণ্ড হয়ে যায়।
এ সময় মানববন্ধন শেষে সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নজরুল ইসলামসহ ৪জনকে আটক করে পুলিশ। এর আগে দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করতে চাইলে ব্যানার কেড়ে নিয়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।