নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,বৃহস্পতিবার,১৮ জানুয়ারী ২০১৮: নিউইয়র্কের রাস্তায় হাঠাৎ অ্যালান পাওয়েল-এর সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় প্রিয়াঙ্কা চোপড়াকে। মাইনাসে যখন থর থর করে কাঁপছে মার্কিন মুলুকের ওই শহর, তখন শীতকে তুড়ি মেরে উড়িয়ে দিলেন প্রিয়াঙ্কা চোপড়া এবং অ্যালান পাওয়েল।
ভারতীয় অভিনেত্রীর সাথে অ্যালানের রসায়ন যে কোয়ানটিকোর সিজন থ্রি-এর টিআরপি আরও চাঙ্গা করবে, তা বলার অপেক্ষা রাখে না।
প্রসঙ্গত, কোয়ানটিকোর শুটিংয়ের সময় প্রিয়াঙ্কাকে কালো ব্যাকলেসে দেখা যায়। ‘বাজিরাও মস্তানি’-র পর থেকে এখনও পর্যন্ত প্রিয়াঙ্কাকে বলিউডের অন্য কোনও সিনেমায় দেখা যায়নি। তবে শিগগিরই পিগি বলিউডের আরও বেশ উ সিনেমার শুটিং করবেন বলে জানা গেছে।