বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৩ পূর্বাহ্ন

নিজের মাঠে ড্র লিভারপুলের

বর্তমানকণ্ঠ ডটকম / ৭ পাঠক
রবিবার, ২৬ নভেম্বর, ২০১৭

খেলাধুলা ডেস্ক,,বর্তমানকণ্ঠ ডটকম,রবিবার, ২৬ নভেম্বর২০১৭: দারুণ খেলেছেন মোহামেদ সালাহ। গোলও পেয়েছেন তিনি। তারপরও জয়ের হাসি হাসতে পারলেন না তিনি। নিজের মাঠেই চেলসির বিপক্ষে ড্র করেছে লিভারপুল।

শনিবার (২৫ নভেম্বর) অ্যানফিল্ডে ইংলিশ প্রিমিয়ার লিগের বড় দুই দলের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

তবে খেলার শেষ দিকে উইলিয়ানের গোলে মূল্যবান এক পয়েন্ট নিয়ে ফিরেছে চেলসি। প্রতিপক্ষের মাঠে ২১তম মিনিটে এগিয়ে যেতে পারতো চেলসি। তবে ড্যানি ড্রিঙ্কওয়াটারের বাড়ানো বল ধরে ডি-বক্সের ভিতরে ঢুকে এডেন হ্যাজার্ডের নেয়া শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক সিমোন মিনোলে।

৬৫তম মিনিটে এগিয়ে যায় লিভারপুল। এ নিয়ে ইপিএল ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে শেষ আট ম্যাচে নয়টি গোল করলেন সালাহ। আর লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ ১০টি গোল মিশরের এই ফরোয়ার্ডের। এক গোল কম করে তালিকায় দ্বিতীয় স্থানে টটেনহ্যাম হটস্পারের হ্যারি কেইন।

৮৫তম মিনিটে দারুণ গোলে দলকে সমতায় ফেরান উইলিয়ান।

১৩ ম্যাচে আট জয় ও দুই ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে চেলসি। ২৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে লিভারপুল।

আরেক ম্যাচে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনের সঙ্গে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করা টটেনহ্যাম হটস্পার ২৪ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ