বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৩ পূর্বাহ্ন

‘নির্বাচনে জনগণের রায় মেনে নেবে ১৪ দল’

বর্তমানকণ্ঠ ডটকম / ৪ পাঠক
রবিবার, ২৮ জানুয়ারি, ২০১৮

সিরাজগঞ্জ,বর্তমানকণ্ঠ ডটকম,রবিবার,২৮ জানুয়ারী ২০১৮: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নির্বাচনকালীন সরকার নিয়ে কোন দ্বিধা-দ্বন্দ্ব নেই। কোন সংশয়ও নেই। সকল গণতান্ত্রিক দলের অংশগ্রহণে সংবিধান অনুযায়ী দেশের জাতীয় নির্বাচন হবে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জনগণ যে রায় দিবে আওয়ামীলীগসহ ১৪ দল তা মেনে নেবে।
রোববার দুপুরে সিরাজগঞ্জ জেলা আইন শৃংখলা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি আরও বলেন, দেশে বিচার বিভাগ স্বাধীন। স্বাধীন বিচারালয়ে দুর্নীতির মামলায় কারো সাজা হলে তা নিয়ে সংক্ষুব্ধ ব্যক্তিরা উচ্চ আদালতে যেতে পারেন। কিন্তু তা নিয়ে কোন অরাজকতা সৃষ্টি করা হলে সহ্য করা হবে না বলেও স্বাস্থ্যমন্ত্রী হুশিয়ারি উচ্চারণ করেন। এ নিয়ে তিনি আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকারও আহবান জানান।
সিরাজগঞ্জের জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, সেলিনা বেগম স্বপ্না এমপি, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ পিপিএম, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আবু ইউসুফ সূর্য্য, কেএম হোসেন আলী হাসান, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা প্রমুখ।
পরে মন্ত্রী সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন ষ্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ