শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৭:০৯ অপরাহ্ন

‘নির্বাচন সুষ্ঠু হবে, সেরকম অবস্থা সৃষ্টি হয়েছে’

বর্তমানকণ্ঠ ডটকম / ৭ পাঠক
রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮

নিউজ ডেস্ক | বর্তমাকণ্ঠ ডটকম:
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশ নিয়ন্ত্রণে আছে; আশা করি ভোট সুষ্ঠু হবে। রবিবার (১৬ ডিসেম্বর) সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলতে পারি নির্বাচন সুষ্ঠু হবে। সবাই অংশগ্রহণ করবে সেরকম অবস্থা সৃষ্টি হয়েছে।

সংসদ নির্বাচনের মতো বড় আয়োজনে দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে মন্তব্য করে নুরুল হুদা বলেন, কোথাও কোথাও কিছু সমস্যা হচ্ছে। এটা এত বড় নির্বাচনে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। হয়তো সংঘাত হয়, এটা হবে। তবে সবকিছু নিয়ন্ত্রণের মধ্যেই আছে।

এ সময় সিইসি সুষ্ঠু নির্বাচন আয়োজনে সকলের সহযোগিতা চান এবং সকলকে নির্বাচনের নিয়ম কানুন মেনে চলার আহবান জানান।

এদিন সিইসির নেতৃত্বে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন নির্বাচন কমিশনাররা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ