শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১১:১৫ পূর্বাহ্ন

নিসচার ফরিদগঞ্জ উপজেলা শাখার জনগুরুত্বপূর্ণ সড়কে বিলবোর্ড স্থাপন

বর্তমানকণ্ঠ ডটকম / ৬ পাঠক
শনিবার, ৬ নভেম্বর, ২০২১

চাঁদপুর ফরিদগঞ্জে নিরাপদ সড়ক চাই শাখার (নিসচার) সদস্য আমান উল্লাহ খাঁন ফারাবীর উদ্দ্যোগে উপজেলার ৭নং ও ৮নং ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিলবোর্ড স্থাপন করা হয়।

এসময় তিনি বলেন, নিরাপদ সড়ক চাই সংগঠন বাংলাদেশে একটি বৃহত্তম সংগঠন। এসংগঠনের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য হল সড়ক পথে সাধারণ মানুষের নিরাপদে চলাচল করাসহ যানবাহন চালক কারীরা সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি একথাটা স্বরন করিয়ে দেওয়া। কারণ সময় একটু বেশি হলেও কাজ সম্পন্ন করা যাবে। কিন্তু জীবন চলে গেলে জীবন পিরে পাবেন। তাই আমি ফরিদগঞ্জ উপজেলা ৭নং ও ৮নং পাইকপড়া উত্তর ইউরিয়নের মধ্যে অবস্থিত জনগুরুত্বপূর্ণ সড়ক কড়ৈতলী চৌরাস্তা, পাটওয়ারী বাজার জামতলা সড়কে, চৌরঙ্গী রূপসা সড়ক ও কড়ৈতলী চৌরঙ্গী সড়কে এবিলবোর্ড স্থাপন করি। একই সাথে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দিয়ে যান চলাচল ধীরে চলার আহ্বানে বিলবোর্ড স্থাপন করা হয়।

আমি এই বিলবোর্ড গুলোর মাধ্যে সড়কে মটর সাইকে চালক, রিক্সা চালক, অটো চালক, সিএনজি চালক, কাবার ব্যান চালক, পিকআপ চালকসহ সকল ধরনের যান চলাচল কারীকে আহ্বান করি, “সড়কে গাড়ী ধরী চালান, নিরাপদে বাড়ী পিরেন”. কারণ আপনার জীবনের মূল্য আপনাকেই দিতে হবে। ক্রমান্নয়ে ফরিদগঞ্জ উপজেলার সকল গুরুত্বপূর্ণ সড়ক গুলোতে একই ভাবে এবিলবোর্ড স্থাপন করা হবে।

এসময় উপস্থিত চিলেন, ৭নং পাইকপাড় উত্তর ইউনিয়নের স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদ মোশারফ পাটওয়ারী, ব্যবসায়ী ও সমাজ সেবক তসলিম উদ্দিন, প্রত্যয় পাঠাগারের পরিচালক মাছুম পাটওয়ারী, যুব সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সদস্য হাবিবুর রহমান তারেক, ইউছুফ বেপারী, তানজীল প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ