বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:১১ পূর্বাহ্ন

নেত্রকোণায় ৩ দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্ভোদক উপমন্ত্রী আরিফ খান জয়

বর্তমানকণ্ঠ ডটকম / ৫ পাঠক
শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৮

শ্রী অরবিন্দ ধর, বর্তমানকন্ঠ ডটকমঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ডিজিটাল বাংলাদেশ – এর আলো ছড়াতে সরকারি -বেসরকারি পর্যায়ে গৃহিত কার্যক্রম জনসমক্ষে তুলে ধরে, আগামী পরিকল্পনা সর্বস্থরে পৌঁছে দিতে , নেত্রকোণা জেলাপ্রশাসনের উদ্যোগে পুরাতন কালেক্টার অঙ্গনে, তিন দিন ব্যাপী ডিজিটাল মেলা -২০১৮ এর উদ্ভোদন করেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খাঁন জয় এমপি ১ম দিন শুক্রবার সকালে।

উদ্ভোধন শেষে মেলায় অংশ নেয়া বিভিন্ন স্টল পরিদর্শন করেন সহধর্মিণীকে নিয়ে উপমন্ত্রী আরিফ খান জয়,জেলা প্রশাসক ড, মোঃ মুশফিকুর রহমান, জেলা পুলিশ সুপার শ্রী জয়দেব চৌধুরী, জেলা আঃলীগ সধারন সম্পাদক আশরাফ আলী খান খসরু, সিভিল সার্জন মোঃ তাজুল ইসলাম, খেলাঘর জাতীয় পরিষদ সদস্য সাংবাদিক শ্রীঅরবিন্দ ধর, ভজন দাস, এ,কে, এম আবদুল্লা, শাহজাদা আকন্দ সহ জেলায় কর্তব্যরত অন্যান্য সাংবাদিকবৃন্দ ও সরকারি কর্মকর্তা কর্মচারীগন। বিকালে ডিজিটাল উপস্হাপনা , আই, সি, টি, বিষয়ক কুইজ প্রতিযোগিতা, অবশেষে জেলা শিল্পকলা, উদীচী জেলা শিল্পগোষ্ঠীর পরিবেশনায় পরিবেশিত হয় সংঙ্গীতানুষ্ঠান।

আজ সকাল ২য় দিন শনিবার মেলার কর্মসূচীতে রয়েছে এ্যানিমেশন ফিল্ম প্রদর্শন বিকালে “মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর গল্প ” বিষয়ে বীরমুক্তিযোদ্ধাদের মাধ্যমে দর্শনার্থীদের গল্প শোনানোর পর কুইজ প্রতিযোগিতা। অবশেষে চলবে মনমাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রশাসন সূত্রে জানতে পারি ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সরকারি -বেসরকারি প্রতিষ্ঠানের ই – সেবা সম্পর্কে সবাইকে সচেতন করতে ২০১০সালে ১ম বার উদ্ভাবনী মেলার আয়োজনে সর্বমহলে এবং সেবাকারী প্রতিষ্ঠানের ব্যাপক সাড়া জাগে এ আলোকে বঙ্গবন্ধু কন্যা সুযোগ্য প্রধান মন্ত্রী হাসিনা প্রতিবছর প্রত্যেক বিভাগ ও জেলা পর্যায়ে এ ডিজিটাল মেলার নির্দেশনায় এবার তিন দিন ব্যাপী কার্যক্রম শুরু করেছেন নেত্রকোণা জেলাপ্রশাসন।

উক্ত ২০১৮ উদ্ভাবনী মেলা সফল করতে ৫টি প্যাডিলিমনের ৬০ টি স্টলে বিভিন্ন ই -সেবা প্রদানকারী সরকারী দপ্তর / সংস্থা ব্যাংক -বীমা সহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, সরকারী -বেসরকারী এনজিও, উন্নয়ন সংস্থা, ডিজিটাল সেন্টার, শিক্ষাপ্রতিষ্ঠান, তরুন উদ্ভাবকরা বিভিন্ন সেবা সহজকরণে -ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে স্ব -স্ব কার্যক্রম তুলে ধরতে অংশ গ্রহন করেছে পরিদর্শনে দেখা যায়।

দর্শনার্থীদের ভীড়ে মেলাঙ্গন উৎসব মুখরপরিবেসে জমে উঠেছে। নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে সি সি টিভি ক্যামেরার আওতায় তাই দর্শনার্থীরা আশংকা মুক্তহয়ে মেলায় আনন্দ -উল্লাসে শিশুদের নিয়ে ঘুরে -ঘুরে সম্যক উপলব্দি করছে। মেলাঙ্গনে মোবাইলে তুলছে ছবি পোস্ট দিচ্ছে ফেসবুকে –তাতে ও প্রচারের ব্যাপকতা বৃদ্ধি পাচ্ছে।

স্বরেজমিন দেখা যায় ওয়াই ফাই সুবিধা, সুপেয় জলের ব্যাবস্থা সহ কর্মরত সাংবাদিকদের জন্য রয়েছে পৃথক -পৃথক প্রেস বক্স। জানা যায় ক্যাটাগরি অনুযায়ী ১১টি পুরস্কার প্রদানের সিদ্ধান্ত ও নিয়েছেন মেলা কতৃপক্ষ প্রশাসকগণ।
সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলাচলাকালে ক্রমশই দর্শনার্থীদের সমাগম বাড়ছে।

আগামী কাল ৩য় দিন রবিবার অনুষ্ঠান মালায় রয়েছে ” আমার চোখে ডিজিটাল বাংলাদেশ ” বিষয়ক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এবং সমাপনী পুরস্কার প্রদান অনুষ্টানের পর যথারিতি সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা প্রশাসক ড, মুশফিকুর রহমান মেলার উদ্ভোধক উপমন্ত্রী আরিফ খান জয়ের হাতে ক্রেষ্ট উপাহার দিয়ে উদ্ভোধনী অনুষ্টানের সমাপ্তি ঘোষনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ