শ্রী অরবিন্দ ধর, বর্তমানকন্ঠ ডটকম,২২ মার্চ ২০১৮: ময়মনসিংহ থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী ট্রেনে রাত ৮টায় মাহবুব মিয়া -২৬ নেত্রকোণা কোর্টষ্টেশনে কাটা পরে ঘটনাস্থলে মারা যায়। লাশের পায়ের পাশে মোবাইল পেয়ে লোকজন যোগাযোগ করার মুহুর্তে পুলিশ এসে মোবাইল নিয়ে খবরা -খবর করে ঠিকানা বের করে।
গতকাল রাত স্বরেজমিন জানায়ায় -জেলার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের মই পুকুরিয়ার গ্রামে মৃত মাহবুবের বাড়ি। তার বাবার নাম দুলাল মিয়া ।
মাহবুব বিক্রমপুর একমাস আলু তোলার কাজ শেষে টাকা নিয়ে বাড়ি ফিরার পথে এ দুর্ঘটার শিকার হয়। তার স্ত্রী ও ১টি মেয়ের খাবার সংগ্রহের জন্য বিভিন্ন জেলায় বিভিন্ন কাজ করতে যেত। এবার আর কারো সাথেই দেখা করা সম্ভব হল না। এইত কার কখন কিভাবে মৃত্যু ঘটবে কেও জানতে পারে না। (ইন্নালিল্লাহি রাজেউন)