রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৭:৪০ পূর্বাহ্ন

নেত্রকোনায় খাস জমি প্রভাবশালী মহলের দখলে

বর্তমানকণ্ঠ ডটকম / ৯ পাঠক
বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১৮

শ্রী অরবিন্দ ধর,বর্তমানকন্ঠ ডটকম:
জেলার মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নে গোবিন্দশ্রী গ্রামে সরকারি খাস জমি জালজালিয়াতির মাধ্যমে গ্রামের মতিউর রহমান নিজ নামে বিআরএস করে নিয়ে ভূগতসরুপের অভিযোগ উঠেছে । তিনি মারা যাবার পর তার ছেলে কামরুজ্জামানসহ তার লোকজন ওই জমিতে মৎস্য খামার স্থাপনের পায়তারার আভিযোগ রয়েছে।
এলাকার মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল মালেক, ইউপি সদস্য এমদাদুল হকসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার ২৫জন জেলা প্রশাসক বরাবরে গত মঙ্গলবার (৩০ অক্টোবর) লিখিত অভিযোগ করেছেন। জানা গেছে, জেলার মদনের গোবিন্দশ্রী গ্রামে খাস জলাভুমিতে গ্রামের মানুষ গোসল করা, রান্নার কাজে ব্যবহার, মাছ ধরাসহ দৈনন্দিন কাজ করতেন। গোপনে ৮০ একর জলাভুমি একই গ্রামের মতিউর রহমান নিজ নামে বিআরএস করিয়ে নেন। তার মৃত্যুর পর তার ছেলে কামরুজ্জামানসহ তার লোকজন মৎস্য খামার গড়ে তুলার জন্য পায়তারা করছেন। গ্রামের অসহায় সহজ-সরল গরীব মানুষকে হুমকি ধমকি দিয়ে তাদের উল্লেখিত অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।সরকারি খাস জায়গা অবমুক্ত করার লক্ষ্যে গ্রামের বিভিন্ন শ্রেণি পেশার ২৫জন জেলা প্রশাসক বরাবরে আবেদন জানিয়েছেন। কামরুজ্জামান অভিযোগটি মিথ্যে দাবী করে বলেন, আমরা অনেক বছর ধরে ওই জমি ভোগ দখল করে আসছি। এলাকার কিছুলোক আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। এ ব্যাপারে জেলা প্রশাসক ড.মঈনউল ইসলাম জানান,বিষয়টি সরেজমিনে তদন্ত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ