শ্রী অরবিন্দ ধর | বর্তমানকণ্ঠ ডটকম:
ভোটারের হতাশাজনক উপস্থিতি এবং কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই পঞ্চম উপজেলার পরিষদের প্রথম ধাপে নেত্রকোনা জেলার ৮টি উপজেলায় নির্বাচন সম্পন্ন হয়েছে। ৮ উপজেলায় চেয়ারম্যান পদে ১৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
নির্বাচনে বেসরকারী ভাবে নির্বাচিত চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন, নেত্রকোনা সদর উপজেলায় চেয়ারম্যন পদে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অধ্যাপক তফসির উদ্দিন খান (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), কেন্দুয়া উপজেলায় চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ নূরুল ইসলাম (বিনা প্রতিদ্বন্ধিতায়), মোহনগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ শহীদ ইকবাল, খালিয়াজুরী উপজেলায় চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া জব্বার, মদন উপজেলায় চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ হাবিবুর রহমান, কলমাকান্দা উপজেলায় আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা আবদুল খালেক তালুকদার, বারহাট্টা উপজেলায় আওয়ামীলীগের (বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী মাইনুল হক কাসেম, দুর্গাপুর উপজেলায় আওয়ামীলীগের (বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস ঝুমা তালুকদার।