বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৬ পূর্বাহ্ন

নৌকা ডুবিতে মধুখালীর মধুমতি নদীতে চাষী নিখোঁজ

বর্তমানকণ্ঠ ডটকম / ৩ পাঠক
মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মধুমতি নদীতে ডিঙ্গি নৌকা ডুবিতে এক বাদাম চাষীর নিখোঁজের খবর পাওয়া গেছে। শুক্রবার মধুখালী ফায়ার সার্ভিস ও খুলনার একদল ডুবুরি চেষ্টা করেও ওই কৃষকের কোন খোঁজ মেলেনি। নিখোঁজ বাদাম চাষী হলেন উপজেলার কামারখালী ইউনিয়নের চর পুকুরিয়া গ্রামের জমির মোল্যার ছেলে মনিরুল মোল্যা (৩৫)।

এলাকাবাসী ও মধুখালী ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার চরে মধুমতি নদীর ওপার উত্তর পাড়ে গয়েশপুর চরে বাদাম ফসল দেখতে এক শিশু ও ৮কৃষক মিলে একটি ছোট ডিঙ্গি নৌকাযোগে নদী পার হয়ে বাদামের ক্ষেত দেখতে যাচ্ছিলেন। এ সময় নদীতে প্রবল শ্রোতের কবলে পড়ে নৌকা ডুবির ঘটনা ঘটে। সংঙ্গে সংঙ্গে এলাকাবাসী চেষ্টা করে ৮জনকে উদ্ধার করলেও মনিরুলকে পাওয়া যায়নি।

মধুখালী ফায়ার সার্ভিসের দ্বায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মো. টিটোব সিকদার জানান, খবর পেয়ে আমরা এবং খুলনার একটি ডুবুরি দল রাত ১০টা পর্যন্ত চেষ্টা করে নিখোঁজ কৃষকের কোন সন্ধান পায়নি। শনিবার ট্রলারে করে ওই কৃষকের খোঁজ করা হচ্ছে বলে তিনি জানান।

রোববার দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত মনিরুলের জিবীত কিংবা মৃতদেহ উদ্ধারের সংবাদ পাওয়া যায় নাই ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ