বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৮ অপরাহ্ন

পণ্যের দাম বাড়ার জন্য রাজনৈতিক অস্থিরতাকে দুষলেন কৃষিমন্ত্রী

বর্তমানকণ্ঠ ডটকম / ৩ পাঠক
রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

রাজনৈতিক অস্থিরতার কারণে নিত্যপণ্যের দাম বেড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, বিশ্বজুড়ে মূল্যস্ফীতি, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে তেল, সারের দাম ঊর্ধ্বমুখী। রাজনৈতিক অস্থিরতার কারণে দেশে জিনিসপত্রের দাম বেড়েছে।’

রোববার বিকেলে টাঙ্গাইলের নাগরপুরে আওয়ামী লীগের জনসভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘দেশে জিনিসপত্রের মূল্য অনেক বেশি। তবে খাদ্যের দাম, চালের দাম কম। এছাড়া আলু, পেয়াজ, রসুন এগুলোর দাম নির্ধারণ হয় আবাদের ওপর।’

সম্প্রতি পেঁয়াজ ও আলুর দাম বাড়ার কারণ জানিয়ে মন্ত্রী বলেন, কৃষি পণ্য সবসময় প্রকৃতির ওপর নির্ভরশীল। এখন বৃষ্টি হচ্ছে না এ জন্য আমি কৃষিমন্ত্রী হিসেবে শঙ্কিত। পেঁয়াজের দাম অনেক বেড়েছে। গতবছর কৃষক আলু বিক্রি করতে পারেনি এ কারণে আলু ফেলে দিয়েছে।’

জাতীয় নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশন স্বাধীন ভাবে কাজ করবে। দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা করা হবে। তৃণমূল পর্যায়ে আমাদের শিকড় আছে। বিদেশিরা কি বললো এটি আমরা গুরুত্ব দেই না। বাংলাদেশের মানুষ কি বললো এটি শুনুন। তারা লন্ডনে বসে, নিউইয়র্কে বসে বাংলাদেশ সম্পর্কে ভালো বলতে পারবে না।’

খালেদা জিয়ার চিকিৎসা আব্দুর রাজ্জাক বলেন, ‘তাকে দেশের সর্বোচ্চ ভালো হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। প্রতিদিন চিকিৎসকরা তার খোঁজ খবর নিচ্ছেন।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম, সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, সংসদ সদস্য আতাউর রহমান খান, সংসদ সদস্য হাসান ইমাম খান, সংসদ সদস্য খান আহমেদ শুভ, সংসদ সদস্য সানোয়ার হোসেনসহ আওয়ামী লীগের জেলা ও উপজেলার নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ