নাটোর,বর্তমানকণ্ঠ ডটকম,ঢাকা টোয়েন্টিফোর ডটনেট,মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০১৭: নাটোরের গুরুদাসপুরে পাঁচ টাকার লোভ দেখিয়ে ছয় বছরের কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক কিশোরের বিরুদ্ধে।
পুলিশ মঙ্গলবার (৫ ডিসেম্বর) রতন আলী শেখ (১৪) নামে ওই কিশোরকে গ্রেফতার করেছে পলিশ। এর আগে সোমবার শিশুটির বাবা নাজমুল ইসলাম বাদী হয়ে গুরুদাসপুর রতনের বিরদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। শিশুটি নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানায়, সোমবার বেলা আড়াইটার দিকে পুরুলিয়া গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে রতন শিশুটিকে পাঁচ টাকার লোভ দেখিয়ে ঘুরতে নিয়ে যায়। বেড়ানোর এক পর্যায়ে বাড়ির পাশের পানের বরজে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকার শুনে এলাকাবাসী তাকে উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার ওসি (তদন্ত) তারেকুর রহমান সরকার জানান, প্রাথমিক তদন্তে শিশুটি ধর্ষণের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় মামলা হয়েছে। আসামি রতনকে আটক করে থানা হাজতে রাখা হয়েছে।