পাংশা (রাজবাড়ী),বর্তমানকণ্ঠ ডটকম,শুক্রবার,২২ ডিসেম্বর ২০১৭: রাজবাড়ীর পাংশায় নিখোঁজের চারদিন পর পিয়াস (১৪) নামে এক মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে বাবুপাড়া ইউনিয়নের বাবুপাড়া প্রপার মাদরাসার ৭ম শ্রেণির ছাত্র ও খোরশেদ আলী প্রামানিকের ছেলে।
শুক্রবার সকালে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের ভট্টাচার্যপাড়ার রায়বাবুর পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়। পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে বৃহস্পতিবার পাংশা থানায় একটি সাধারণ ডায়েরি করে পরিবার। আজ সকালে পিয়াসের বাড়ি থেকে প্রায় ৬০০ গজ দূরে রায়বাবুর পুকুরে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মো. ফজলুল করিম জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠিয়েছে।