সাভার,বর্তমানকণ্ঠ ডটকম, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭ : আশুলিয়ার নবীনগরে চালক ও হেলপারকে অস্ত্রের মুখে জিম্মি করে পাবনা পুলিশ লাইনের রেশনের তিন’শ বস্তা আটা ভর্তি ট্রাক ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ভোরে ঢাকা আরিচা মহাসড়কের নবীনগর গলফ ক্লাবের সামনে ট্রাকের গতিরোধ করে ছিনতাই করা হয়। এসময় ট্রাকের (ঢাকা মেট্রো ট ১৬ -৬৫৫৪) চালক ও তার সহযোগীকে মারধর করে হাত পা বেঁধে আশুলিয়ার মরাগাং এলাকায় ফেলে রেখে যায় ছিনতাইকারীরা।
ট্রাকের চালক আসাদুল বলেন, রাতে পাবনা পুলিশ লাইনের রেশনের ৩০০ বস্তা আটা নিয়ে রাজধানীর পোস্তগলা থেকে রওনা হই। ভোরে আশুলিয়ার নবীনগর এলাকায় ৭ জন ছিনতাইকারী মহাসড়কে ব্যারিকেট দিয়ে ট্রাকের গতিরোধ করে। এসময় তারা অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকটি ছিনতাই করে নিয়ে যায়। আমাদর মারধর করে ও হাত পা বেঁধে আশুলিয়ার মরাগাং এলাকার সড়কের পাশে ফেলে দিয়ে ট্রাক নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে সকালে আশুলিয়ায় থানায় যোগাযোগ করা হয়।
এ ব্যাপারে আশুলিয়া থানার (ওসি) আব্দুল আউয়াল জানান, বিষয়টি জানার পর ছিনতাইকারীদের আটক করতে অভিযান পরিচালনা করা হচ্ছে।