রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৬:২৫ পূর্বাহ্ন

পুলিশের ওপর হামলা, বিএনপি কর্মী ‘ছিনতাই’

বর্তমানকণ্ঠ ডটকম / ৯ পাঠক
মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০১৮

নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০১৮: রাজধানীতে বিএনপির মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ভাংচুর এবং প্রিজন ভ্যান থেকে দুই কর্মীকে ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার বিকেলে ঢাকার হাইকোর্টের কদম ফোয়ারার মোড়ে এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, আজ (মঙ্গলবার) বিকেল চারটার দিকে বিএনপির নেতা-কর্মীরা অতর্কিতে হামলা চালিয়ে প্রিজন ভ্যান থেকে দুই কর্মীকে ছিনিয়ে নেয়। এসময় পুলিশের বন্দুক ভাংচুরের অভিযোগও করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরা দেয়ার দিন ছিলো আজ। এ উপলক্ষে দলের নেতা-কর্মীরা হাইকোর্ট মাজার গেটে জড়ো হন।

পুলিশের দাবি, খালেদা জিয়া ফেরার সময় মিছিল থেকে পুলিশের দিকে ইটপাটকেল ছোড়া হয়। এতে রমনা থানার অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আশরাফুল আজিমসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। তাঁদের হেলমেট ও রাইফেল ক্ষতিগ্রস্ত হয়। কদম ফোয়ারার সামনে পুলিশের একটি পুলিশ ভ্যানের বিএনপি কর্মীরা ভাঙচুর করে এতে আটক থাকা দুই কর্মীকে ছিনিয়ে নিয়ে যান। এসময় দুই পুলিশের রাইফেল কেড়ে নিয়ে ভেঙে ফেলেন।

ছিনিয়ে নেওয়া দুজনকে ঘটনার কিছুক্ষণ আগে হাইকোর্টের সামনে বিএনপির জমায়েত থেকে আটক করা হয়েছিলো বলেও জানায় পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ