নিজস্ব প্রতিবেদক । বর্তমানকণ্ঠ ডটকম-
‘পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন’ এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীতে পুলিশ সেবা সপ্তাহ শুরু হয়েছে। এর প্রথম দিন হিসেবে সকাল সাড়ে ১০টায় পুলিশ সুপার কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানার মোড়ে এসে শেষ হয়। এসময় পথচারীদের মাঝে লিফলেট বিতনণ করা হয়। র্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ডক্টর মশিউর রহমান মৃধা।
এ জেলার প্রতিটি উপজেলায় পুলিশ সেবা সপ্তাহ পালন করা হচ্ছে। মাধবদী থানার আয়োজনে রবিবার সকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু তাহের দেওয়ান এর নের্তত্বে র্যালি ও লিফলেট বিতরণ করা হয়। এতে মাধবদী শহর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সালাউদ্দিন আহমেদ, নরসিংদী জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলী হোসেন শিশির, মাধবদী পৌরসভার প্যানেল মেয়র ঘৌতম ঘোষ, মাধবদী থানার ওসি তদন্ত সাফায়েত হোসেন পলাশ, উপ-পরিদর্শক মিজানুর রহমান মিজান আরো অনেকে অংশনেন।