বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০১:০২ পূর্বাহ্ন

প্যান্ট-জামা নেই, অন্তর্বাস পরেই ট্রেনে ঘুরছেন বিধানসভার এক সদস্য

বর্তমানকণ্ঠ ডটকম / ৬ পাঠক
শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১

প্যান্ট-জামা নেই, অন্তর্বাস পরেই ট্রেনে ঘুরছেন বিধানসভার এক সদস্য। অবস্থা দেখে যাত্রীদের ভিরমি খাওয়ার জোগাড়। বৃহস্পতিবার পাটনা-নয়াদিল্লি তেজস এক্সপ্রেসে যাত্রার সময় ভারতের বিহার রাজ্যের জেডিইউ দলের বিধায়ক গোপাল মণ্ডলের দু’টি ছবি এখন ভাইরাল ফেসবুকে। দু’টিতেই দেখা যাচ্ছে, অর্ধনগ্ন হয়ে চলন্ত ট্রেনে ঘুরছেন গোপাল।

যাত্রীদের অভিযোগ, শুধু জামাকাপড় না পরে ঘোরাই নয়, সহযাত্রীদের সঙ্গে মাঝে মাঝে অভব্য আচরণও করেছেন গোপাল। ভয় দেখিয়েছেন, গুলি করারও হুমকি দিয়েছেন।

এক যাত্রী বলেছেন,‘অন্তর্বাস পরে ঘুরতে দেখে তার নামে রেলের কাছে অভিযোগ করেছিলাম আমরা। কিন্তু আমরা জানতাম না উনি বিহারের বিধায়ক। কিন্তু বিধায়ক হলেও এমন অভব্য আচরণ করা মোটেই উচিত নয়।’

বিধায়ককে একাধিকবার সতর্ক করার চেষ্টা করা হয়েছিল বলেও জানিয়েছেন যাত্রীরা। কিন্তু তাতেও লাভ হয়নি।

গোপাল অভিযোগ স্বীকার করে বলেছেন,‘আমার পেট খারাপ হয়েছিল। বারবার শৌচাগারে যেতে হচ্ছিল। তাই ওভাবে জামাকাপড় খুলে রাখতে হয়েছিল।’

শেষ পর্যন্ত যাত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ট্রেনের অন্য একটি কোচে সরিয়ে নিয়ে যাওয়া হয় গোপালকে।। গোপালের বন্ধু পরে জানান, মধুমেহ রোগে আক্রান্ত বিধায়ক। জরুরি কাজে তিনি যাত্রা করেছিলেন। ট্রেনে তার শরীর খারাপ হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ