শ্রীঅরবিন্দ ধর,,বর্তমানকণ্ঠ ডটকম,মঙ্গলবার,১৩ ফেব্রুয়ারী ২০১৮ : নেত্রকোণার অহংকার, গর্বের, আদর্শিক মানুষ সাজ্জাদুল হাসান প্রধানমন্ত্রীর একান্ত সচিব -১ থেকে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব পদে, পদোন্নতি হওয়ায়, নেত্রকোণা পৌরসভার উদ্যোগে, নাগরিক সংবর্ধনা প্রদান অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে আজ সোমবার অনুষ্টিত হয়।
এতে পৌরমেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এবং শ্রী চিন্ময় তালুকদারেরর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি প্রধান মন্ত্রীর কার্য়ালয়ের ভারপ্রাপ্ত সচিব সাজ্জাদুল হাসান, জেলাপ্রশাসক ড,মোঃ মুশফিকুর রহমান, সাবেক জেলাপরিষদ চেয়ারম্যান মতিয়র রহমান খান, ময়মনসিংহ নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি প্রবীন আইনজীবী আনিসুর রহমান খান, জেলাবারের সভাপতি আইনজীবী আমিরুল ইসলাম, আইনজীবী জি এম খান পাঠান বিমল, প্রবীণ জেলা আঃলীগ নেতা আইনজীবী আনোয়ারুল ইসলাম, জেলা কৃষক লীগ সভাপতি শ্রী কেশব রঞ্জন সরকার, সাবেক মুক্তিযুদ্ধা জেলা ইউনিট কমান্ড নুরুল আমীন খান, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল মতিন, জেলা ন্যাপনেতা মোজাম্মেল হক বাচ্চু প্রমুখ।
অনুষ্টানের ১ম লগ্নে নেত্রকোণার মহৎ মানুষ ব্ঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শের সৈনিক মরহুম আখলাছ ডাক্তারের ছেলে সৎ পিতার সৎসন্তান হিসাবে এবং ভারপ্রাপ্ত সচিবে পদোন্নতি হবার জন্য নেত্রকোণার অহংকার সাজ্জাদুল হাসানকে আন্তরিক ভাবে ফুলেল শুভেচ্ছায় সংবর্ধিত করা হয়। সন্মাননা প্রদান করেন ,একসময়ের জেলা আঃ লীগের কর্নধার, বীরপুরুষ, মরহুম আব্বাছ খানের ছেলে সুযোগ্য পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, যুবলীগ, ছাত্রলীগ, সহ অঙ্গসংগঠন ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
পবিত্র কোর -আন ও শ্রীমদ্ভাগবদ্ গীতা পাঠের মাধ্যমে নাগরিক সংবর্ধনানুষ্ঠানের সূচনা করা হয়।
সকল বক্তাগনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সারাদেশে উন্নয়নের ধারাবাহিতায় সংবর্ধিতজন সাজ্জাদুল হাসান, নেত্রকোণা উন্নয়নের রূপকার হিসাবে ভূয়সী প্রশংসার মাধ্যমে সন্মান প্রদর্শন করেন।
নেত্রকোণা উন্নয়ন কার্যক্রম মধ্যে বাস্তবায়নাধীন কাজগুলো সঠিক ভাবে করে, জনস্বার্থে বাইপাশ সড়ক কাজ বাস্তবায়নের কথা সকলের বক্তব্যে উঠে আসে।
প্রধান অতিথির বক্তব্যে সাজ্জাদুল হাসান বলেন -২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হবে। নেত্রকোণা জেলা আওয়ামীলীগের ক্ষমতার দ্বন্ধ, আভ্যন্তরীন কুন্দল মুক্ত করে আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করেন। ২০৪১ সাল মধ্যে বাংলাদেশ বিশ্বে উন্নীত দেশ হিসাবে আলোচিত হবে। এ উন্নয়নের ধারা হতে নেত্রকোণা পিছিয়ে নেই। দলকে তৃনমূলে সু -সংগঠিত করতে হবে। বাইপাশ সড়ক বা সংযোগ সড়ক কোন দিকে নিলে ভাল হবে জেলাপ্রশাসন নিশ্চিত করে বাস্তবায়নে কার্যকরী ভূমিকা নিবে।
দেশ তথ্যপ্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে কিন্তু ছাত্র -ছাত্রীরা আলোর দিকে পা না দিয়ে অন্ধকারে পা ফেলছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দেখা যাচ্ছে অনেকেই ইয়াবা সহ সর্বনাশা মাদকের শিকার হয়ে ভবিষৎ জীবনকে অন্ধকারে নিমজ্জিত করছে। এটা জাতির জন্য অভিশপ্ত পথচলা। তাদের তথ্যপ্রযুক্তি ও সংস্কৃতি ভাবনায় ভাবিত করে আগামীর পথ চলাকে আলোর দিকে ধাবিত করতে হবে। আমরা
থাকবনা তাদের উপর নির্ভর করবে স্বাধীনতার চেতনায় দেশ -জাতিকে এগিয়ে নেয়ার পথচলা। অবশেষে দূর্গাপুর বিরিশিরি কালচারাল একাডেমী এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে সমাপ্তি ঘটে সংবর্ধনানুষ্টানের।