নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০১৮: প্রধানমন্ত্রী রাজশাহীতে যাচ্ছেন আগামী ২২ ফেব্রুয়ারি। এ উপলক্ষে জরুরি প্রস্তুতিমূলক সভা করেছে রাজশাহী মহানগর আওয়ামী লীগ। বুধবার সন্ধ্যায় নগর আওয়ামী লীগের কুমারপাড়া দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, ২২ ফেব্রুয়ারি সকালে নাটোরের কাদিরাবাদ ক্যান্টনমেন্টে একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অংশগ্রহণ করবেন। বিকেলে রাজশাহী মাদ্রাসা মাঠে জনসভায় বক্তব্য দেবেন।
রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মীর ইকবাল, মুক্তিযোদ্ধা নওশের আলী, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, রেজাউল ইসলাম বাবুল, নাঈমুল হুদা রানা, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আসলাম সরকার, সদস্য আহ্সানুল হক পিন্টুসহ নেতৃবৃন্দ।
নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডাবলু সরকারের সঞ্চালনায় সভায় আগামী ২৮ জানুয়ারি নগর আওয়ামী লীগের বর্ধিত সভা এবং ২৯ জানুয়ারি নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা আহ্বান করা হয়েছে।