প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংক ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে কেক কাটা এবং দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় বাংলাদেশ কৃষি ব্যাংক ফরিদপুর বিভাগীয় কার্যালয় মিলনায়তনে বাংলাদেশ কৃষি ব্যাংক ফরিদপুর বিভাগীয় মহাব্যবস্থাপক মোহাঃ খালেদুজ্জানের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্ম দিনে কেক কাটা হয়। ভার্সুয়ালী আলোচনায় সংযুক্ত হন কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরি চালক শিরীন আখতার।
এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা সতী প্রসন্ন দত্ত , উপমহাব্যবস্থাপক মোঃ মেহেদী হাসান, মোহাঃ আব্দুল ওহাব,মোঃ ফুয়াজ ইসলাম, কেএম মোস্তাফিজুর রহমান,ফরিদপুর শাখা ব্যবস্থাপক শিহাব রায়হান,অফির্সাস ঐক্র্য পরিষদের সাধারন সম্পাদক মোঃ ইয়াছিন সেক ও সিবিএ সভাপতি মোঃ মোজাফ্ফর মোল্যা সহ প্রমুখ ।
আলোচনা পরবর্তী প্রধান মন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।