1. azadkalam884@gmail.com : A K Azad : A K Azad
  2. bartamankantho@gmail.com : বর্তমানকণ্ঠ ডটকম : বর্তমানকণ্ঠ ডটকম
  3. cmisagor@gmail.com : বর্তমানকণ্ঠ ডটকম : বর্তমানকণ্ঠ ডটকম
  4. khandakarshahin@gmail.com : Khandaker Shahin : Khandaker Shahin
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ১১:১৫ পূর্বাহ্ন
১১ বছরে বর্তমানকণ্ঠ-
১১ বছর পদার্পণ উপলক্ষে বর্তমানকণ্ঠ পরিবারের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা....

প্রবাসীদের নববর্ষের উপহার রেমিট্যান্স প্রণোদনা আড়াই শতাংশ

বর্তমানকন্ঠ ডটকম, ঢাকা ।
  • প্রকাশিত : শনিবার, ১ জানুয়ারি, ২০২২

রেমিট্যান্সে সরকারি প্রণোদনার পরিমাণ বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর দেওয়া ২ শতাংশ প্রণোদনা বাড়িয়ে ২ দশমিক ৫ শতাংশ করা হয়েছে। যা আজ থেকেই কার্যকর হবে।

শনিবার (১ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এটা প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নববর্ষের উপহার বলে জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনগণের সার্বিক জীবনমান উন্নয়ন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, মানিলন্ডারিং প্রতিরোধ, কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ও শ্রমজীবী মানুষের কষ্টার্জিত বৈদেশিক আয় বৈধ উপায়ে দেশে পাঠাতে উৎসাহিত করার লক্ষ্যে রেমিট্যান্সে প্রণোদনা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, সরকার ২০১৯-২০২০ অর্থবছরে প্রেরিত রেমিট্যান্সের বিপরীতে প্রথমবারের মতো ২ শতাংশ হারে প্রণোদনা/নগদ সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছিলো। সরকারের এ নীতিসহায়তার কারণে ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর পরিমাণ বৃদ্ধি পেয়ে ২০১৯-২০২০ অর্থবছরে ১৮.২০ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স আসে। যা ২০১৮-২০১৯ অর্থবছরের রেমিট্যান্সের তুলনায় প্রায় ১৩ শতাংশ বেশি। এছাড়া, ২০২০-২০২১ অর্থবছরে রেমিট্যান্সের পরিমাণ ছিলো ২৪.৮০ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০১৯-২০২০ অর্থবছরের আহরিত রেমিট্যান্সের তুলনায় প্রায় ৩৬ শতাংশ বেশি।




এই পাতার আরো খবর

















Bartaman Kantho © All rights reserved 2020 | Developed By
Theme Customized BY WooHostBD