এ কে আজাদ, ব্যুরো প্রধান, বর্তমানকন্ঠ ডটকম, চাঁদপুর : প্রানঘাতি করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রামক ঝুঁকি মোকাবেলায় করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভার সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনাক্রমে ”সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নিমূল) ২০১৮ এর (১১)(১)(২)(৩) ধারা মোতাবেক চাঁদপুর জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষনা করেছেন চাঁদপুরের জেলা প্রশাসন। চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের সাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, অন্য কোন জেলা থেকে নৌ-পথে অথবা সড়ক পথে এই জেলায় প্রবেশ ও প্রস্থান জনসাধারনের জন্য নিষিদ্ধ করা হয়েছে। জেলার অভ্যন্তরের আন্ত-উপজেলা গুলো থেকেও অন্য কোন উপজেলায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কেউ প্রবেশ অথবা প্রস্থান করিতে পারিবেন না। জারীকৃত জেলা প্রশাসনের এই আদেশ ৯এপ্রিল সন্ধ্যা ৭টা থেকে কার্যকর শুরু হবে।