মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের আখচাষীদের মাঝে ভর্তুকির অর্থ সিউর ক্যাশের মাধ্যমে প্রদান করা হয়েছে। ৭ জুলাই বুধবার দুপুর ২ টায় হিসাব বিভাগের ইক্ষু শাখায় ই- পদ্ধতিতে ভর্তুকি প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ গোলাম কবির।
এ সময় চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) মোঃ রফিকুল ইসলাম, মহব্যবস্থাপক(অর্থ) মোঃ সামছুল হক, উপব্যবস্থাপক(হিসাব) মোঃ আব্দুর রব, সহব্যবস্থাপক (হিসাব) মোঃ সাইরুল ইসলাম, শ্রমজীবী ইউনিয়নের সহ সাধারন সম্পাদক মোঃ শাহিন মিয়া, অর্থ সম্পাদক মনিরুজ্জামান মিন্টুসহ কর্মকর্তা,কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
মহব্যবস্থাপক(অর্থ) মোঃ সামছুল হক জানান, মিল এলাকার ৭ টি সাবজোনের ১ হাজার ৫শত ৩১ জন আখচাষীর মোট ২১ লক্ষ ৫৩হাজার ৪শত টাকা এ ভুর্তকির আওতায় প্রদান করা হয়েছে।