বিনোদন ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম, শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭: বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমার পর ফের জুটিবদ্ধ হতে যাচ্ছেন ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি প্রভাস (বাহুবলি) ও আনুশকা শেঠি (দেবসেনা)।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘সাহো’ সিনেমার পর নতুন একটি সিনেমায় আনুশকার সঙ্গে জুটি বাঁধছেন প্রভাস।
বর্তমানে এর চিত্রনাট্য নিয়ে কাজ চলছে। তবে এবার কোনো অ্যাকশন ঘরানার নয়, সম্পূর্ণ রোমান্টিক সিনেমায় দেখা যাবে তাদের।
এদিকে প্রভাস বর্তমানে ব্যস্ত রয়েছেন সাহো সিনেমার শুটিং নিয়ে। প্রথমে এতে তার বিপরীতে আনুশকার অভিনয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে বেছে নেন নির্মাতারা।
অন্যদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে আনুশকা শেঠি অভিনীত ভাগমতি। গত ৭ নভেম্বর এ অভিনেত্রীর জন্মদিন উপলক্ষে সিনেমাটির পোস্টার প্রকাশ হয়। ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে এটি। খুব শিগগির প্রকাশ হবে এর ট্রেইলার। তবে কবে নাগাদ এটি মুক্তি পাবে তা এখনো জানা যায়নি।
সাহো সিনেমাটি পরিচালনা করছেন সুজিত রেড্ডি। ১৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটি আগামী বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে।