নিজস্ব প্রতিবেদক | বর্তমানকণ্ঠ ডটকম:
তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার তিনি এই শোক প্রকাশ করেন।
অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি গভীর শোক জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘মহান আল্লাহ আমাদের এ ধরনের বিপর্যয় থেকে রক্ষা করুন। আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য দেশের সকল মানুষের কাছে আমরা দোয়া চাই।’
তিনি অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত সদস্যদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একইসাথে তথ্যমন্ত্রী আহতদের আশু সুস্থতা কামনা করেন।