বরিশালে সাংবাদিকরা দায়িত্বশীল ভূমিকা পালন করছে বলে গবেষণা করে তথ্য প্রকাশ করেছে রেঞ্জ পুলিশ। গত তিন মাসে বিভিন্ন আঞ্চলিক পত্রিকায় প্রকাশিত ২৫৮টি সংবাদের মধ্যে ২৩৪টি সংবাদ সত্য, ১৫টি অতিরঞ্জিত এবং ৮টির ব্যাপারে অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন ডিআইজি এসএম আখতারুজ্জামান।
৩১ অক্টোবর রোববার দুপুরে ‘সাংবাদিকদের সাথে আমরা’ শিরোনামে এক মতবিনিময় করে রেঞ্জ পুলিশ। এ সময় তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে পুলিশি সেবার গতিশীল করা নিয়ে তথ্যচিত্র উপস্থান করা হয়।
পুলিশ লাইন্সে আয়োজিত এই সভায় ডিআইজি জানান, ৭টি ড্যাশবোর্ড কার্যক্রম পরিচালনার মাধ্যমে পুলিশের বিভিন্ন সেবা এখন অনলাইনে পাচ্ছেন জনসাধারণ। প্রযুক্তিগত দিক থেকে বরিশালের পুলিশ প্রশাসনকে আরও উন্নত করার জন্য নানা পরিকল্পনা নেয়া হয়েছে।
‘বর্তমানে বরিশাল বিভাগের অপহরণ, অপমৃত্যু,মাদকসহ বেশকিছু অপরাধ চিহ্নিতকরণ ও এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিজিটাল মনিটরিং টুলস ব্যবহার করা হচ্ছে। এই ধারা অব্যাহত রেখে ভবিষ্যতে খুন, অপহরণসহ অন্যান্য অপরাধ সমাধানে প্রযুক্তিগত সামর্থ্য বৃদ্ধি করা হবে।’
এ সময় অতিরিক্ত ডিআইজি মোঃ এহসানূল্লাহ ও পুলিশ সুপার রুহুল আমিনসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।