জাতিসংঘ জলবায়ু সম্মেলন সামনে রেখে বরিশালে জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বরিশাল সচেতন নাগরিক কমিটির (সনাক) ব্যানারে ৩১ অক্টোবর রোববার সকালে নগরীর টাউন হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সনাক সভাপতি অধ্যাপক শাহ সাজেদার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ, পরিবেশ আইনবিদ লিংকন বায়েন এবং রফিকুল আলমসহ অন্যান্যরা।
বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান। একই সাথে কয়লা ভিত্তিক জ্বালানি নিরুৎসাহিত করে নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা অর্জনে কার্যকর নীতি
প্রণয়ন ও বিনিয়োগের দাবি জানান তারা।