পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্যদিয়ে বরিশালে পালিত হয়েছে জেল হত্যা দিবস। ৩ নভেম্বর বুধবার সকাল নয়টায় নগরীর সোহেল চত্বরস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় চার নেতার অস্থায়ী প্রতিকৃতিতে জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং সিটি কর্পোরেশনের নেতৃবৃন্দরা পুস্পস্তবক অর্পন করেন।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, মহানগর সভাপতি এ্যাডভোকেট কেএম জাহাঙ্গীর হোসেন, বিসিসি প্যানেল মেয়র এ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগ ও তার সকল সহযোগী সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয়। একইদিন বিকেলে দলীয় কার্যালয়ে অলোচনা সভা অনুষ্ঠিত হবে।