নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,বৃহস্পতিবার,১৮ জানুয়ারী ২০১৮: সরকারের ল্যাপটপ উৎপাদনকারী টেলিফোন শিল্প সংস্থা বা টেশিসের স্টকে গত আট মাস ধরে কোনও ধরনের ডিভাইস না থাকায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারী ও ইঞ্জিনিয়াররা কাজ বাদ দিয়ে বসে বসে বেতন নিচ্ছেন।’
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের কম্পিউটার তৈরির কারখানা উদ্বোধনের পর এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। এসময় সেখানে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও উপস্থিত ছিলেন।
ওয়ালটনের ওই কম্পিউটার তৈরির কারখানা উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ বড় বড় কম্পিউটার তৈরির ব্র্যান্ডের সঙ্গে নিজেদের নাম লেখালো বলে গর্ব প্রকাশ করেন টেলিযোগাযোগ মন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বিস্ময় প্রকাশ করে বলেন, ‘ল্যাপটপ উৎপাদনকারী একটি সংস্থার কাছে কোনো ল্যাপটপ নেই, নেই কোনও ডিভাইস। সংস্থাটির ৩৪০ জন কর্মকর্তা-কর্মচারী আরামে ঘুরে বেড়াচ্ছেন, ইঞ্জিনিয়াররা বিনা কাজে বসে বসে বেতন ভোগ করছেন।’
তিনি বলেন, ‘সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক সম্প্রতি ছুটিতে আছেন। আগামী রবিবার তিনি আমার কাছে আসবেন কথা বলতে।’
সংবাদ সম্মেলনে চীন থেকে পণ্য তৈরি করে এনে টেশিসের সিল দিয়ে বিক্রির অভিযোগ প্রসঙ্গে মোস্তাফা জব্বার বলেন, ‘টেশিসের প্রোডাকশন লাইনআপ আছে, অ্যাসেম্বল লাইনআপ রয়েছে, নিজস্ব পণ্য উৎপাদন সক্ষমতা রয়েছে, অথচ তারা বিল্টইন পণ্য বিক্রি করে।’
টেশিসের এমন কর্মকাণ্ডে মন্ত্রী বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কিছুতেই আর এমনটি চলতে দেয়া যাবে না।’
এসময় উপস্থিত ওয়ালটন হাইটেক ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এসএম শামসুল আলম, ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এসএম রেজাউল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এসএম মঞ্জুরুল আলম দেশের পতাকা বিশ্বময় ছড়িয়ে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।