সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০২:৪৭ পূর্বাহ্ন

বাংলাদেশে আইসিসি’র উপ-আদালত করতে রোহিঙ্গা প্রতিনিধিদলের আবেদন

বর্তমানকণ্ঠ ডটকম / ১৭ পাঠক
সোমবার, ২ মার্চ, ২০২০

অনলাইন ডেস্ক:
বাংলাদেশে আইসিসি’র উপ-আদালত করতে রোহিঙ্গা প্রতিনিধিদলের আবেদন
মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে ৭ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) উপ-আদালত বাংলাদেশে করতে সংস্থাটির কাছে চিঠি পাঠিয়েছে রোহিঙ্গা প্রতিনিধিদল। আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস এন্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ) এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান গত ২৯ ফেব্রুয়ারি এ আবেদন করেন।

চিঠিতে বলা হয়েছে, আমরা বাংলাদেশে আইসিসি’র উপ আদালত করতে আবেদন জানাচ্ছি, কেননা আমরা গণহত্যা থেকে বেঁচে যাওয়া মানুষ এবং আমাদের ইউরোপ সম্পর্কে ধারণা অনেক কম।

এ ছাড়া চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ এবং আমরা সেখানে স্বাচ্ছন্দ্য বোধ করবো। সেখানে আমাদের কম ব্যয় হবে এবং যাতায়াত খরচও কম লাগবে। এছাড়া আমাদের অনেক পঙ্গু সাক্ষী আছে, আমরা বিচারকের সঙ্গে সহজে আলোচনা করতে পারব।

আমাদের রোহিঙ্গারা ওই আদালতে যেতে পারবে, শুনতে পারবে। এতে আমরা আরো জানতে, শিখতে পারবো যা সমস্যা সমাধানেও পরবর্তীতে সাহায্য করবে বলে আশা করছি।

চিঠিতে আরো বলা হয়েছে, আমরা ২০১৭ সালের শেষের দিক থেকে রোহিঙ্গাদের সমস্যা সমাধানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছি। সেইসঙ্গে মামলার প্রমাণাদি সংগ্রহে আমরা আইসিসি’র আইনজীবী, তদন্তকারী দল, এফএফএমএম, আইআইএমএম’কে সহযোগিতা করছি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ