কলম্বাস ওহাইও থেকে,বর্তমানকণ্ঠ ডটকম,শনিবার, ১৩ জানুয়ারী ২০১৮ বাংলাদেশ অ্যাসোসিয়েশান অফ সেন্ট্রাল ওহাইওর বার্ষিক সাধারন সভা ও দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে আগামী ২০১৭-২০১৮ সালের জন্য নতুন কার্যকরী কমিটি নির্বাচিত করা হয়।
নির্বাচনে ফয়সাল আরাফাত সভাপতি ও মনিরুল ইসলাম মনি সাধারন সম্পাদক নির্বাচিত হন। কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন আবদুললা মিলু (সহ-সভাপতি),ইমরান নূর(কোষাধ্যক্ষ),লিপিকা চৌধুরি ( সাংস্কিতিক সম্পাদক),ইয়াসিন আহমেদ(নির্বাহী সদস্য) ও রেশাদ মিয়া(এন্ডওমেনট কমিটি সদস্য)।