বাবুগঞ্জ উপজেলা রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দ্বিতীয়বারের মত দৈনিক অবজারভারের বাবুগঞ্জ প্রতিনিধি মোঃ শাহাব উদ্দিনকে সভাপতি ও দৈনিক কালের কন্ঠের বাবুগঞ্জ প্রতিনিধি মোঃ সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
রোববার (৯জানুয়ারী) বাবুগঞ্জ উপজেলা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী কার্যালয়ে সাবেক সভাপতি মোঃ শাহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ কাওছার মাহমুদ মুন্না’র সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভা ও কমিটি গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ ,শাহজাহান খানকে উপদেষ্টা সদস্য করে মৌখিক ভোটের মাধ্যমে আগামী তিন বছরের জন্য ১৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।