নিউজ ডেস্ক, বর্তমানকণ্ঠ ডটকম, শুক্রবার, ০২ ফেব্রুয়ারী ২০১৮: বিএনপিকে ছাড়া আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এর আগে রাষ্ট্রপতির পক্ষে নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেন চিপ হুইপ আ স ম ফিরোজ।
বিএনপির নির্বাচনে অংশগ্রহন নিয়ে নির্বাচন কমিশনার জানান, ‘বিএনপি ছাড়া নির্বাচন সব দলের অংশগ্রহণমূলক হয় কিভাবে। অবশ্যই বিএনপি রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত গুরুত্নপূর্ন অবস্থানে আছে। তাদের ছাড়া অংশগ্রহন মূলক নির্বাচন সম্ভব হবে না। এটা আমরা আগেও বলেছি, এখনো বলছি।’
এসময় তিনি আরো বলেন, ‘আমরা প্রত্যাশা করি সব দলই নির্বাচনে আসুক এবং আমরা তাদের সেই অনুরোধই করে থাকি। সব দলের অংশগ্রহণেই নির্বাচনী পরিবেশ ভালো হবে। নির্বাচনে সব দল একই সুযোগ পাবে।’