নিউজ ডেস্ক | বর্তমানকণ্ঠ ডটকম:
সংস্কারপন্থী হিসেবে পরিচিত বিএনপি নেতাদের দলে ফিরিয়ে নেয়া হয়েছে। বিএনপির সর্বশেষ কাউন্সিলের আগে কয়েকজনকে দলে ফেরার গ্রিন সিগন্যাল দেয়া হয়। তবে তাদেরকে কমিটিতে গুরুত্বপূর্ণ কোনো পদ দেয়া হয়নি।
পরবর্তীতে ক্রমান্বয়ে আরও কয়েকজনকে দলে ফিরিয়ে নেয়া হযেছে।জনপ্রিয়তা ও দলে ত্যাগ এই দুই বিবেচনায় তাদের দলে ফিরিয়ে নেয়া হয়েছে।
সংস্কারপন্থী কয়েকজনকে এবার বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে। সোমবার ও মঙ্গলবার তারা বিএনপির গুলশান কার্যালয় থেকে দলের টিকিট সংগ্রহ করেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৩ সংস্কারপন্থীকে মনোনয়ন দেয়া হয়েছে। তারা হলেন-
রাজশাহী-৪ আসনে আবু হেনা, নওগাঁ-৬ আসনে আলমগীর কবির, বরিশাল-১ আসনে জহিরউদ্দিন স্বপন, নরসিংদী-৪ আসনে সরদার সাখাওয়াত হোসেন বকুল।
বরিশাল-২ শহীদুল হক জামাল, পটুয়াখালী-২ আসনে শহিদুল হক তালুকদার, নারায়ণগঞ্জ-৫ আসনে আতাউর রহমান আঙ্গুর।
ঝালকাঠি-২ ইলেন ভুট্টো, সুনামগঞ্জ-২ আসনে নাজির হোসেন, বগুড়া-৪ আসনে জিয়াউল হক মোল্লা, বগুড়া-৫ আসনে জিএম সিরাজ, যশোর-১ আসনে মফিকুল হাসান তৃপ্তি, জয়পুরহাট-২ আসনে আবু ইউসুফ খলিলুর রহমান।
এরা প্রায় এক যুগ দলের বাইরে ছিলেন। এদের মধ্যে তৃপ্তিসহ কয়েকজনের বহিস্কারাদেশও প্রত্যাহার করে হয়েছে।
২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে দুই নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে নিজ নিজ দলের নেতৃত্ব থেকে সরানোর চেষ্টা হয়েছিল।
তখন তৎকালীন বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূইঁয়ার নেতৃত্বে একদল নেতা দলে সংস্কারের দাবি তুলেছিল। তখন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গ্রেফতার হওয়ার আগে মহাসচিব মান্নান ভূঁইয়া, তৎকালীন যুগ্ম মহাসচিব আশরাফ হোসেন, তৎকালীন দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তিকে বহিষ্কার করে যান।
খালেদা জিয়া মুক্তি পাওয়ার পর সংস্কারপন্থিরা দলে ফেরার চেষ্টা শুরু করেন। তাদের মধ্যে যারা অন্য দলে যোগ দেননি তাদের বিএনপিতে ফেরার গ্রিন সিগন্যাল দেয়া হয়।