1. azadkalam884@gmail.com : A K Azad : A K Azad
  2. bartamankantho@gmail.com : বর্তমানকণ্ঠ ডটকম : বর্তমানকণ্ঠ ডটকম
  3. cmisagor@gmail.com : বর্তমানকণ্ঠ ডটকম : বর্তমানকণ্ঠ ডটকম
  4. khandakarshahin@gmail.com : Khandaker Shahin : Khandaker Shahin
মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১০:৩০ পূর্বাহ্ন
১১ বছরে বর্তমানকণ্ঠ-
১১ বছর পদার্পণ উপলক্ষে বর্তমানকণ্ঠ পরিবারের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা....

বিদেশের মাটিতে টেস্ট সিরিজ জয়ই লক্ষ্য ডোমিঙ্গোর

বর্তমানকণ্ঠ ডটকম
  • প্রকাশিত : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

বিদেশের মাটিতে টেস্ট সিরিজ জয়ই দলের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট জিতে সিরিজ জয় নিশ্চিত করতে চান তিনি।

বাংলাদেশের ব্যাটসম্যানদের ফর্ম ও মানের কল্যাণেই পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হয়ে যাওয়া সিরিজের প্রথম টেস্ট ড্র হওয়ায়, দ্বিতীয় ম্যাচে টাইগারদের ভালো সুযোগ দেখছেন ডোমিঙ্গো।

আজ ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ডোমিঙ্গো বলেন, ‘আমাদের লক্ষ্য সিরিজ জয়। শ্রীলংকায় সিরিজ জয় বাংলাদেশের জন্য বড় অর্জন হবে। বিদেশের মাটিতে টেস্ট সিরিজ জয়ের লক্ষ্য নির্ধারন করেছি আমরা।’

তিনি আরও বলেন, ‘পাঁচ দিনই আমাদের ভালো খেলতে হবে। বিশেষ করে ঘরের মাঠে শ্রীলংকাকে হারানো খুবই কঠিন। আমাদের লক্ষ্য ম্যাচটি ভালভাবে শুরু করা এবং প্রতি সেশনে ভালো করা।’

বিদেশের কন্ডিশনে বাংলাদেশের একমাত্র সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। সেটি ২০০৯ সালে। বোর্ডের সাথে আর্থিক সমস্যার কারনে ক্যারিবিয় জাতীয় দলের অনেক শীর্ষ খেলোয়াড় ঐ সিরিজে অংশ নেননি।

বিদেশের মাটিতে বাংলাদেশের দু’টি টেস্ট সিরিজ ড্র’র রেকর্ড রয়েছে। ২০১৩ সালে জিম্বাবুয়ে ও ২০১৭ সালে শ্রীলংকার সাথে দু’টি টেসস্ট সিরিজ ড্র করে টাইগাররা। দু’টি সিরিজেই একটি করে ম্যাচ জয়-ড্র’র স্বাদ নেয় বাংলাদেশ।

ডোমিঙ্গো জানান, পুরনো স্মৃতিকে বদলে দিয়ে নতুনত্ব আনতে চান এবং এটিই নিজের জন্য লক্ষ্য নির্ধারন করেছেন তিনি।

তিনি বলেন, ‘ড্র হওয়া টেস্টকে সাফল্য হিসেবে দেখা গেলেও, এটি হতাশার। টেস্ট ড্র’র জন্য এখানে আসিনি।’

ডোমিঙ্গা বলেন, ‘আমরা টেস্ট হারতে চাই না এবং আমাদের মানসিকতার পরিবর্তন করা উচিত। আমাদের জয়ের জন্য খেলতে হবে, এবং ড্র’তে খুশি হলে হবে না। সামনে আমাদের এখন ছয়-সাতটি টেস্ট রয়েছে। আমি মনে করি, আমি দল এবং দলের সংস্কৃতি বুঝতে পেরেছি। আমি জানি- কোন ক্ষেত্রে আমাদের উন্নতি করা দরকার, বিশেষভাবে টেস্টে মানসিক পরিবর্তন দরকার।’

ডোমিঙ্গো জানেন, টেস্টে বাংলাদেশ দুর্বল হওয়ায়, মানসিকভাবে এই ফরম্যাটের আবহ থেকে তারা দূরে সড়ে যায় তারা। তবে এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসাতে এবং সাহসী সিদ্বান্ত নেয়াই লক্ষ্য কোচের।

তিনি বলেন, ‘দলকে অনেক দীর্ঘ পথ যেতে হবে। টেস্ট হেরে যাওয়ার ভয় রয়েছে এবং এটি এমন একটি বিষয় যা থেকে আমাদের দূরে সড়ে আসতে হবে। জয়ের জন্য খেলতে হবে আমাদের। এই মুহুর্তে, আমি মনে করি, আমরা হারাতে খেলছি না। আমাদের মানসিক পরিবর্তন করতে হবে। এই মানসিক পরিবর্তনে কিছুটা সময় লাগবে।’
ডোমিঙ্গো আরও বলেন, ‘টেস্টে সফল হতে পারেনি ছেলেরা। আমরা সেই মানসিকতা পরিবর্তন করতে পারলে, আমরা সর্বদা ঠিক থাকবো। আমি এর অংশ হতে চাই, এমন কিছু নয়। আমরা দল হিসেবে এগিয়ে যেতে চাই এবং জয়ের জন্য খেলতে চাই। আমাদের কঠিন পরিস্থিতিতে প্রথম ব্যাটিং করতে হবে। প্রতিপক্ষকে আউট করার জন্য আমাদের নিজেদেরকে প্রস্তুত থাকতে হবে। সিরিয়াস টেস্ট খেলার জন্য আপনার মানসিকতায় পরিবর্তন করতে হবে।’




এই পাতার আরো খবর

















Bartaman Kantho © All rights reserved 2020 | Developed By

Privacy Policy

Theme Customized BY WooHostBD