শাহজাহান হেলাল, বর্তমানকন্ঠ ডটকম, ফরিদপুর : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চিতারবাজার ও ময়েনদিয়া বাজারে মঙ্গলবার ১৪ এপ্রিল ৪ ব্যবসায়ীকে দোকান খোলা রাখার অপরাধে ৭ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ।
সকাল ১০থেকে দুপুর ১টা পর্যন্ত আদালত পরিচালনা করা হয়। আদালত সূত্রে জানা যায়, সরকারি নির্দেশ অমান্য করে চিতার বাজারে দোকান খোলা রাখায় কসমেটিক্স ব্যবসায়ী বিশ্বাস জিতকে ২হাজার, নজরুল ইসলামকে ৫শ, স্বর্ণ ব্যবসায়ী সুজন দেব নাথকে ১ হাজার ও ময়েনদিয়া বাজারের ব্যবসায়ী শুশান্ত কুমারকে ৪ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ বলেন, সরকারি নিষেধ অমান্য করে দোকান খোলা রাখায় ২০১৮ সালের ১৮৮ ধারায় জরিমানা করা হয়েছে।