নাটোরের বড়াইগ্রামে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন আয়োজিত এবং নির্বাহী অফিসার মোসা: মারিয়াম খাতুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা, বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা, সহকারী কমিশনার (ভূমি) কাজী নহিদ ইভা, রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার হাসিব বিন শাহাব ও পশু সম্পদ কর্মকর্তা উজ্জ্বল কুমার কুন্ডু।
মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার ৫ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্য প্রার্থী সহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সভায় প্রার্থীরা তাদের নির্বাচন প্রেক্ষাপট, সমস্যা, সম্ভাব্য প্রতিবন্ধকতা উপস্থাপন করেন।
পুলিশ সুপার লিটন কুমার সাহা তার বক্তব্যে বলেন, নির্বাচন নিরপেক্ষ করতে কারো সাথে কোন আপোষ নাই। ভোটের গায়ে অবৈধ হাত পড়লে সে হাত আইনের শিকলে বন্দি করা হবে। সন্ত্রাসী বা সুবিধাবাদী নেতাদের ইচ্ছেতে নয়, জনগনের ইচ্ছেতে ভোট হবে।
জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, নির্বাচন আচরণবিধির ২২ নং ধারা মোতাবেক সরকারী সুবিধা ভোগকারী যে কেউ নির্বাচনী প্রচারণা যাতে না করতে পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আগামী ১১ নভেম্বর উপজেলার নগর, গোপালপুর, চান্দাই, জোনাইল ও বড়াইগ্রাম ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে।