বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৮ পূর্বাহ্ন

বড়াইগ্রামে ৩ হাজার তালের বীজ রোপন কর্মসূচীর উদ্বোধন

বর্তমানকণ্ঠ ডটকম / ১ পাঠক
রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার উদ্যোগে ১২টি ওয়ার্ড এলাকায় ৩ হাজার তালের বীজ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে পৌরসভার সর্দারপাড়ায় মেয়র কেএম জাকির হোসেন নিজ হাতে তালের বীজ রোপন করে এই কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বজ্রপাতে মৃত্যুর হার কমাতে পৌরসভার অন্তর্গত সকল সড়কের দুই পাশে এই বীজ রোপন করা হবে। বীজ রোপন সহ পরিচর্যা করে বেড়ে তুলতে প্রয়োজনীয় সকল সহযোগিতার মূখ্য দায়িত্বে থাকবেন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরগণ। এ কর্মসূচীর ব্যয় ধরা হয়েছে ১ লক্ষ ৮৫ হাজার টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর শরীফুন্নেছা শিরিণ, মোহিত কুমার সরকার, বোরহান উদ্দিন ভুঁইয়া সহ সকল কাউন্সিলর ও স্থানীয় সুধীজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ