বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ১২:৪০ পূর্বাহ্ন

‘ভিসির উদ্ধারকারী শুধু ছাত্রলীগ নয়, ঢাবি শিক্ষার্থীও’

বর্তমানকণ্ঠ ডটকম / ১৬ পাঠক
বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০১৮

নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০১৮: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন বলেছেন, ‘ছাত্রলীগ সেদিন ভিসিকে উদ্ধার না করলে বড় ধরনের ঘটনা ঘটতে পারত। ছাত্রলীগ অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে ভিসিকে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করেছে। ভিসিকে উদ্ধারকারী শুধু ছাত্রলীগ কর্মী নয়, ঢাবিরও ছাত্র।’

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকালে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফর সফল করার লক্ষ্যে ছাত্রলীগ আয়োজিত কর্মীসভায় তিনি এসব কথা বলেন।

সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আবদুল বাছিত রোম্মানের সভাপতিত্বে কর্মীসভায় প্রধানমন্ত্রীর জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে সংগঠনের নেতা-কর্মীদের নির্দেশ দেন। এ জনসভার মাধ্যমে সিলেটের মাটিতে আর কোনো ছাত্র সংগঠন এতো জনপ্রিয় নয়, এটা নেত্রীর কাছে প্রমাণ করতে হবে। জনসভাস্থলে নেতা-কর্মীদের সুশৃঙ্খলভাবে অবস্থানেরও পরামর্শ দেন জাকির।

মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল আলিম তুষারে সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মীসভায় ছাত্রলীগ সেক্রেটারি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে বলেন, ‘ছাত্রলীগ জোর করে শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে না। ছাত্রলীগ ঠিকই শেখ হাসিনাকে মানুষের মন জয় করে ক্ষমতায় নিয়ে এসে হ্যাট্রিক জয় নিশ্চিত করবে।’

কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। বিশেষ বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি রাজিব আহমদ রাসেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ