ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে ১২ বাংলাদেশি রয়েছেন। শনিবার কর্মকর্তাদের বরাত দিয়ে মেসিডোনিয়া ইনফরমেশন এজেন্সি এ তথ্য জানিয়েছে।
শনিবার তিউনিসিয়া রেড ক্রিসেন্ট জানায়, ১২৭ অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি নৌকা ভূমধ্যসাগরে ডুবে গেছে। এদের মধ্যে অন্তত ৪৩ জন নিখোঁজ হয়েছে। উদ্ধার করা হয়েছে ৮৪ জনকে। নৌকাটি লিবিয়ার উত্তর-পশ্চিম উপকূলের জুওয়ারাহ এলাকা থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গোপনে ইউরোপ যাওয়ার চেষ্টা করছিল।
তিউনিসিয়ার দক্ষিণের প্রদেশ মেদিনির রেড ক্রিসেন্টের প্রধান মুনজি সেলিম জানিয়েছেন, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ৪৬ জন সুদানের, ১৬ জন ইরিত্রিয়ার, ১২ জন বাংলাদেশের এবং পাঁচ জন মিশরের নাগরিক। তাদেরকে জারজিস বন্দরের আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
নিখোঁজ ব্যক্তিদের কত জন বাংলাদেশি রয়েছেন তা এখনও জানা যায়নি।