চাঁপাইনবাবগঞ্জ এসোশিয়েসান ইউ এস এ ইনক ভোলাহাটের ৩৫ পরিবারকে আর্থীক সহায়তা দিয়ে ৩৫ দুস্থ্য পরিবারের পাশে দাঁড়ালেন। করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। ১৭ আগষ্ট মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে ভোলাহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেদেহী ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মাহবুবুর রহমান। উপস্থিত ছিলেন, সম্ভাব্য গোহালবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রফিকুল ইসলাম রানা। এ সময় ভোলাহাট উপজেলার মোট ১২জন বিধবাকে ৭ হাজার ও ২৩জন অসহায়কে ২ হাজার টাকা করে দেয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে ভিডিও ফোনে সরাসরি আমেরিকা থেকে যুক্ত হয়ে বক্তব্য রাখেন, এসোশিয়েসনের সভাপতি মোহাঃ মনিরুল ইসলাম(বাচ্চু), সহ সভাপতি মোঃ গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমান, ক্রীড়া সম্পাদক মোহাঃ ওবাইদুর রহমান।