বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৬ অপরাহ্ন

ভোলাহাটে গ্রামপুলিশের প্রশিক্ষণ সমাপ্ত

বর্তমানকণ্ঠ ডটকম / ১ পাঠক
রবিবার, ২৭ জুন, ২০২১

ভোলাহাটে তিন দিনব্যাপী গ্রামপুলিশ প্রশিক্ষণ অনুষ্ঠান উপজেলা পরিষদ মিলনায়তনে শেষ হয়েছে। ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের জন্য “আইন- শৃংখলা রক্ষায় গ্রাম পুলিশের ভূমিকা” শীর্ষক প্রশিক্ষণ কোর্সে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এন আই এলজি) ঢাকার আয়োজনে ভোলাহাট উপজেলায় বাস্তবায়নে ২৭জুন রবিবার প্রশিক্ষণ সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার উপ-পরিচালক একে এম তাজকির উজ- জামান।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ মেহেদী ইসলাম, ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুবুর রহমান। গত২৩,২৪ ও ২৭ জুন মোট ৩দিন উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের মোট ৪০ জন গ্রাম পুলিশ এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ