দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ স্লোগানে ভোলাহাট উপজেলায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ১ নভেম্বর সোমবার ভোলাহাট কৃষি অধিদপ্তর মিলনায়তনে জাতীয় যুব দিবস-২০২১ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পালের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান গরিবুল্লা দবির, মহিলা ভাইস চেয়ারম্যানের মোহাঃ শাহনাজ খাতুন। উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোলাহাট উপজেলা যুব কর্মকতা মোঃ লুৎফর রহমান। আলোচনা শেষে প্রশিক্ষণ সনদপত্র প্রদান, যুব ঋণের থেকে, মাস্ক ও গাছের চারা বিতরণ করা হয়েছে।