ভোলাহাটে ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, ১ সেপ্টেম্বর বুধবার বিকেল চারটা বিশ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট থানা পুলিশ অভিযান চালিয়ে দুজনকে ১২ বোতল ফেনসিডিলসহ মাদক বহনকারী হিরো মটরবাইক আটক করা হয়। জামবাড়ীয়া হতে রহনপুর পাকা রাস্তার উপর বড় বাগান নামক স্থানে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন, শিবগঞ্জ উপজেলার সোনাপুর টিয়াকাঠি গ্রামের মোঃ তোজাম্মেল হকের ছেলে মোঃ বুলবুল (২৬) ও মোঃ আব্দুল খালেকের ছেলে মোঃ রহিম(৩৪)।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুবুর রহমানের নির্দেশে অভিযান পরিচালনা করেন এস আই মোঃ আশিকুর,এস আই মোঃ আসাদুজ্জামান, এ এস আই মোঃ জুলফিকারসহ পুলিশ সদস্য।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোঃ মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় নিয়মিত মামলা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন।