গোলাম কবির, বর্তমানকন্ঠ ডটকম, ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ : ভোলাহাটের কৃতি সন্তান আলহাজ মিজানুর রহমানের ডাইসিন কেম লিঃ এর অর্থায়ণে কোম্পানীর সর্বোচ্চ কর্মকর্তা আবুল কালাম আজাদের উদ্যোগে ভোলাহাট হাসপাতালসহ অন্যান্য প্রতিষ্ঠানে পিপিই ও করোনা উপকরণ প্রদান করা হয়।
১১ এপ্রিল শনিবার ডাইসিন কেম লিমিটেডের পক্ষে সাইফুন্নেসা দাতব্য চিকিৎসালয়ের চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা আশরাফুল হক চুনু উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা আব্দুল হামিদের হাতে পিপিই ও করোনা প্রতিরোধ উপকরণ প্রদান করেন। এছাড়া সাইফুন্নেসা দাতব্য চিকিৎসালয়ের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের মাঝে পিপিই ও উপকরণ প্রদান করা হয়।
স্থানীয় সাংবাদিকদের সুরক্ষায় দুজন সংবাদিককে পিপিইসহ মাস্ক ও হ্যান্ডস্যাসেটাইজার দেয়া হয়। এদিকে ভোলাহাট ও গোহালবাড়ী ইউনিয়ন পরিষদে মাস্ক ও হ্যান্ডস্যানেটাইজার প্রদান করা হয়। কোম্পানীর সর্বোচ্চ কর্মকর্তা আবুল কালাম আজাদ ডাইসিন কেম লিমিটেডের কর্ণধার আলহাজ মিজানুর রহমানের পক্ষে ভয়াবহ এ ক্রান্তিকালে ভোলাহাট উপজেলাবাসির পাশে আছেন আগামীতেও থাকবেন বলে জানান।