1. azadkalam884@gmail.com : A K Azad : A K Azad
  2. bartamankantho@gmail.com : বর্তমানকণ্ঠ ডটকম : বর্তমানকণ্ঠ ডটকম
  3. cmisagor@gmail.com : বর্তমানকণ্ঠ ডটকম : বর্তমানকণ্ঠ ডটকম
  4. khandakarshahin@gmail.com : Khandaker Shahin : Khandaker Shahin
শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৩ পূর্বাহ্ন
১১ বছরে বর্তমানকণ্ঠ-
১১ বছর পদার্পণ উপলক্ষে বর্তমানকণ্ঠ পরিবারের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা....

মঠবাড়িয়ায় হত্যা চেষ্টা, ৫ আসামী গ্রেফতার

বর্তমানকণ্ঠ ডটকম
  • প্রকাশিত : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২০
  • ১০ পাঠক

মঠবাড়িয়া (পিরোজপুর): পিরোজপুরের মঠবাড়িয়ায় এক দপ্তরীকে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার চার্জশীটভুক্ত ৫ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে পুলিশ টিকিকাটা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, ৬৮নং পশ্চিম সেনের টিকিকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা দিলারা আক্তার এমিলি (৪৫), পূর্ব সেনের টিকিকাটা গ্রামের মৃত মন্নান হাওলাদারের ছেলে মজিবর রহমান (৪৫), মৃত আ. রশিদের ছেলে নূরুল হক (৫০), পাঁচশতকুড়া এলাকার মৃত রহিম আকনের ছেলে পান্না আকন (৫০) ও পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের শাহজাহান মুন্সীর ছেলে মারজান মাহমুদ ইবাদ (১৫)।

মামলা সূত্রে জানাগেছে, উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের মৃত আ. ছত্তার ফরাজীর ছেলে ৬৭নং পূর্ব সেনের টিকিকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ্য প্রহরী দুলাল ফরাজীর সাথে দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে প্রতিবেশী শাহজাহান মুন্সীর স্ত্রী এমিলি বেগম গংয়ের বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে গত ২৪/০৫/১৯ ইং তারিখ দুপুরে আসামীরা দুলাল ফরাজীকে কুপিয়ে গুরুতর আহত করে। এঘটনায় দুলাল ফরাজীর ভাই জামাল ফরাজী বাদী হয়ে ৯ জনকে আসামী করে মঠবাড়িয়া থানায় একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শহিদুল ইসলাম গত ২৩/১২/১৯ ইং তারিখ ৯ আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান জানান, গ্রেফতারকৃতদের সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।




শেয়ার করে সাথে থাকুন-

এই পাতার আরো খবর

















Bartaman Kantho © All rights reserved 2020 | Developed By

Privacy Policy

Theme Customized BY WooHostBD