শাহজাহান হেলাল, বর্তমানকন্ঠ ডটকম ফরিদপুর : করোনাভাইরাসের প্রভাবে খাদ্য সংকট মোকাবেলায় ফরিদপুরের মধুখালীতে সরকারী তহবিলে ১শ প্যাকেট খাদ্য সামগ্রী অনুদান প্রদান।
৯ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে তিতাস গ্যাস টিএনডি কোস্পানী লিঃ এর পরিচালক ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খান মঈনুল ইসলাম মোস্তাকের পক্ষে মো. জাহিদুল ইসলাম জিহাদ ১শ প্যাকেট খাদ্য সামগ্রী হস্তান্তর করেন। উপজেলা প্রশাসনের পক্ষে খাদ্য সামগ্রী গ্রহন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মোস্তফা মনোয়ার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ ও মো. শাজ্জাদ হোসেন মিল্টনসহ প্রমুখ।
একই দিন বিকেলে উপজেলার কামারখালী ইউনিয়নসহ বিভিন্ন স্থানে ১শ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।