খন্দকার শাহিন,বর্তমানকণ্ঠ ডটকম, সোমবার, ২৯ জানুয়ারী ২০১৮: রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা পেনশনসহ অন্যান্য সুবিধাদি প্রদানের দাবীতে মাধবদী পৌরসভার কর্মকর্তা, কর্মচারীদের ৩ দিনের কর্মবিরতির আজ ২য় দিন চলছে।
কর্মবিরতিতে বক্তারা বলেন,‘পৌরসভা দেশের অন্যতম প্রশাসনিক ইউনিট হওয়া সত্ত্বেও কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত বেতন ভাতা ও পেনশন সুবিধা পাচ্ছেন না, ধারাবাহিক আন্দোলনের এ পর্যায়ে দেওয়ালে পিঠ ঠেকেছে আমাদের।’ সংগঠনের নেতারা জানান তিন দিনের কর্মবিরতি পালনকালে তাঁরা কেবল পানি সরবরাহের কাজ করবেন, অন্য সকল সেবা প্রদান বন্ধ থাকবে। এবার দিনের কর্মবিরতির পর দাবি আদায় না হলে লাগাতার কর্মবিরতির কর্মসূচি দেবেন তারা।